ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, ২ যুবক কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, ২ যুবক কারাগারে 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।  

এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

তারা হলেন- লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শহিদ ফকিরের ছেলে মো. জিসান মিয়া (৩২) ও একই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ফকির (২৭)।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। তিনি দৈনিক সমকালের গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।  

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার (১ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।