ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগমারায় ভটভটির ধাক্কায় প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
বাগমারায় ভটভটির ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় ভটভটির ধাক্কায় কাওসার হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার চানপাড়া এলাকায় ভবানীগঞ্জ-আত্রাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাউসার বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের লালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কাউসার মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ভবানীগঞ্জ ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে ওই ভটভটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ভটভটির চাকায় তার মাথা থেঁতলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।