জামালপুর: জামালপুরে এক দিনের ব্যবধানে সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার ২২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে ৬ জনের বহিষ্কারের বিষয় নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে দলের গঠনতন্ত্র মোতাবেক সোমবার তাদের বহিষ্কার করা হয় বলে জানানো হয়।
বহিষ্কৃত ৬ নেতা হলেন- জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোখসানা আক্তার মণি, সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান (মিলন), সদস্য মো. সুরুজ্জামান ও মো. রফিকুল ইসলাম বিদ্যুৎ, উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান ভূইয়া ও মো. আব্দুল জলিল।
এর আগে, একইদিনে (সোমবার) সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার আরও ১৬ জন নেতাকে বহিষ্কারের বিষয় জানানো হয়।
তারা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী, সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মানু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা টিক্কি, দপ্তর সম্পাদক শেখ ফকরুল হুদা পিপুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দুদু, কোষাধ্যক্ষ ফজলুল হক, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ফকির, সদস্য আব্দুল হাকিম, ১০নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শমসের আলী কালু, সদস্য রফিকুল ইসলাম কাজল, কেন্দুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম লিটু, সাধারণ সম্পাদক মমিনুর রহমান খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও লক্ষ্মীরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান বাংলানিউজকে বলেন, বহিষ্কৃত নেতারা ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় পৃথক দুই চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেডএ