ঢাকা: বড়দের পাশাপাশি ছাত্র ছাত্রীদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে রামপুরার একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী ফারিয়া সুলতানা।
বুধবার (৩ নভেম্বর) মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ টিকাদান কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলে সে।
ফারিয়া বলে, একটু ঠাণ্ডা একটু জ্বর জ্বর ভাব হলেই আব্বু আম্মু বলতো গরম পানি খাও, বিভিন্ন রকম পরামর্শ দিতেন। পাশাপাশি একটু ঠাণ্ডা লাগলে নিজের কাছেও মনে মনে ভয় লাগত। এখন টিকা নেওয়ার পর এসে ভয়টা কেটে গেল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ছাত্র-ছাত্রীদের করোনা প্রতিরোধের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
ফারিয়া সুলতানা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী। সে বাংলানিউটোয়েন্টিফোর.কম সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের মেয়ে।
এদিকে স্কুলে ঘুরে দেখা যায়, শৃঙ্খলাবদ্ধভাবে ছাত্র-ছাত্রীদের টিকা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য স্কুল কেন্দ্রে প্রবেশ করার পর ভলেন্টিয়াররা টিকা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।
ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নামিরা আহমেদ তার বাবার সঙ্গে কেন্দ্রে টিকা নিতে এসেছে।
সে জানায়, কোন ভয় করছে না। বরয় আনন্দ লাগছে।
সাউথ পয়েন্ট স্কুল এ অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস জানান, রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়সহ মোট চারটি স্কুলের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন অনুযায়ী দুই হাজার জনকে টিকা দেওয়া হবে। সকাল ৯ টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনেক ছাত্রছাত্রী টিকা নিয়েছেন।
স্কুলের তৃতীয় তলায় করোনা প্রতিরোধের ভ্যাকসিন নেওয়ার জন্য কয়েকটি বুথ আছে। চারতলায় টিকা নেওয়ার পরে ছাত্রছাত্রীরা বিশ্রাম নেবে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এজেডএস/এনএইচআর