হবিগঞ্জ: হবিগঞ্জে তেলবাহী লরি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় নবীগঞ্জের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলাই মিয়ার ছেলে শামীম আহমদ (৩২) ও রতনপুর গ্রামের মৃত গউস আলীর ছেলে শের আলী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মডেল বাজারের কাছে মহাসড়কে সিলেটমুখী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির চালক শামীম ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শের আলী ও আতাউর রহমান (৩১) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শের আলী মারা যান।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শেরপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার ও সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এনটি