ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

র‍্যাবের অভিযানে এজাহারভুক্ত ৪ আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
র‍্যাবের অভিযানে এজাহারভুক্ত ৪ আসামি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার পলাতক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে চনপাড়া এলাকা হতে র‍্যাবের একটি অভিযানে এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চনপাড়া এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সুমন (৩৪) এবং একই এলাকার মো. মজনুর ছেলে মো. চাঁন মিয়া কামাল (৩৫)।
একইদিনে পৃথক অপর একটি অভিযানে রূপগঞ্জের নাওরা এলাকা হতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাওরা এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে মোজাহারুল (৩২) এবং মৃত ইয়াছিনের ছেলে মো. আমির হোসেন (৫২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর এএসপি রিজোয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামিরা তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় গ্রেফতার এড়াতে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত এজাহারভুক্ত পলাতক আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়।

আটক আসামিদেরকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।