ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু বাবার সঙ্গে শিশু আরোশা।

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে পড়ে আরোশা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আরোশা ওই এলাকার মো. ফয়সাল ও ফাতেমা দম্পতির একমাত্র সন্তান।

শিশুর দাদা জুলহাস ড্রাইভার বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে আরোশা আমার সঙ্গে খেলছিল। এ সময় ওর মা তাকে বাড়িতে ডেকে নেয়। কিছুক্ষণ পর আরোশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। উদ্ধার শেষে আরোশাকে প্রথমে রোহিতপুর জেনারেল হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি সম্পর্কে অবগত নই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।