সিলেট: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশের মতো সিলেটেও বাস-ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের দ্বিতীয় দিনে জনদুর্ভোগ চরমে ওঠেছে। ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকসহ এ অঞ্চলের জনসাধারণ।
শনিবার (৬ নভেম্বর) আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় এ অঞ্চল থেকে দূর-দূরান্তে গমনাগম ভোগন্তিতে পড়েছেন যাত্রীরা। নারী-শিশুদের নিয়ে গন্তব্যের উদ্দেশে বের হয়ে বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।
এ অবস্থায় আজো অনেকে ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা চালাচ্ছেন। পরর্যটকদের অনেকে ধর্মঘট তুলে নেওয়ার আশায় হোটেল-মোটেলে অবস্থান করছেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম বাংলানিউজকে বলেন, কেন্দ্র ঘোষিত ৪৮ ঘণ্টার ধর্মঘট পালিত হচ্ছে। বিকেলে আবারও বৈঠক হবে। তাতে ধর্মঘট বাড়ানো হতে পারে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বাংলানিউজকে বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত মতে আমরা ধর্মঘট পালন করছি। যদিও জনগণের সাময়িক ভোগান্তি হচ্ছে। কিন্তু ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত আমাদের নয়, কেন্দ্রের।
এদিকে ধর্মঘট চলাকালে সিলেট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কগুলোতেও বাস চলাচল করছে না। ধর্মঘট পালন করতে এবং গাড়ি চলাচল বন্ধ নিশ্চিত করতে পথে পথে শ্রমিকরা অবস্থান নিয়েছেন।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালসহ নগরের প্রবেশদ্বারগুলো এবং বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপির দায়িত্বশীল কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনইউ/আরবি