ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: সম্প্রতি রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহকালে চার সাংবাদিকের ওপর হামলা, মামলা ও সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।  

শনিবার (৬ নভেম্বর) রাজধানী উত্তরার আজমপুরে বেলা ১১টায় ‘মিরপুরসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ মানবন্ধন করা হয়।

উত্তরা প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। শুধু হামলাতেই থেলে থাকেনি, তাদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়েছে। অথচ হামলার শিকার হওয়া ওই সাংবাদিকরা পল্লবী থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। অথচ যার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা করেছে তিনিই বাদী হয়ে পল্লবী থানায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন।  

বক্তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনী দম্পতিকে হত্যা করা হয়েছে। হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেফতার করা হবে। কিন্তু কেউ গ্রেফতার হয়নি। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পিছিয়েছে। যার কারণে অসাধু ও দুর্নীতিবাজরা বুঝতে পেরেছেন সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করা হলেও বিচার হয় না। ফলে সাংবাদিকদের ওপর ক্রমেই হামলা মামলা বেড়েই চলছে।  

মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খান বলেন, সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে কোনো হামলা- মামলা হলে আমরা কখনোই বসে থাকবো না। প্রতিবাদে রাজপথে মানববন্ধন করবো।  

তিনি বলেন, মিরপুরে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীরা যেই হোক না কেন, কোনো দলের হতে পারে না। তাদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা প্রয়োজনে রাজপথ অবরোধ করবো।

উত্তরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ফারাহীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উত্তরায় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক গণমাধ্যম কর্মীরা।  

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন খবর পেয়ে রাজধানীর পল্লবী থানা পলাশ নগরের বেলতলা ১০০ দাগ এলাকায় একটি মাদ্রাসা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন।  

এতে আহত হন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি, সাপ্তাহিক নতুনবার্তার সম্পাদক ইউসুফ আহমেদ, দৈনিক বাংলাদেশের আলো সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম ও অনলাইন পোর্টাল জাগো কণ্ঠের ক্যামেরা পারসন মো. আলী। সাংবাদিকবদের নামে মিথ্যা মামলা হওয়ার পরে, ওই ঘটনায় পল্লবী থানায় ছয়দিন পরে মামলা নেয় পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।