ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ছেলের বউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ছেলের বউ ছেলে বউকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সেবা যত্ন করায় ছেলের বউকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।  

শুক্রবার (৫ নভেম্বর) রাতে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ‘মানবতার সঙ্গী তাড়াশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

তাড়াশ পৌর এলাকার সাইদার ফকির এর স্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।  

এ সময় উপস্থিত ছিলেন- ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক জনাব শরীফ খন্দকার, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবী মো. সবুজ, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল, শুভ, মাসুদ রানা, ফারুক, মুগ্ধ, সায়েম, মুন্না, আমিন, রাকিব প্রমুখ।  

স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সঙ্গী তাড়াশ এর কর্মকর্তারা জানান, বাবা-মা অমূল্য সম্পদ। তাদের যথাযথ সেবা যত্ন করা সন্তানদের দায়িত্ব ও কর্তব্য এবং সেবা পাওয়া বৃদ্ধ বাবা-মায়ের অধিকার। কিন্তু বর্তমান সমাজের বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা বেড়ে যাচ্ছে। সামাজিক মূল্যবোধ জাগরণ ও ভালো কাজের সম্মাননা স্বরূপ এমন আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।