যশোর: যশোরে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (৬ নভেম্বর) যশোর সদর উপজেলার মালঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনার জেরে বিকেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে নির্যাতনের শিকার গৃহবধূর ছেলে রয়েল হোসেন, একই গ্রামের পাচু মিয়ার ছেলে আজগর আলী ও আক্তার হোসেনের ছেলে রিপন হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহবধূর স্বজনরা জানিয়েছেন, গত নয় মাস আগে ওই গৃহবধূর প্রথম স্বামী মারা যান। মারা যাওয়ার আগে স্ত্রীকে চার শতাংশ জমি লিখে দেন তার স্বামী। ওই জমির ওপর চোখ পড়ে গৃহবধূর স্বামীর চাচতো ভাই আজগর হোসেন ও রিপন হোসেনের। এ কারণে গত ছয়মাস আগে গৃহবধূর নামে পরকীয়ার অভিযোগ তোলেন তারা। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয় সালিশে গৃহবধূকে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন স্থানীয় মাতব্বরা।
বিয়ে হলেও প্রথম স্বামীর দেওয়া জমিতেই গৃহবধূ বসবাস করে আসছিলেন। সম্প্রতি আজগর ও রিপন জমি ফেরত নেওয়ার জন্য গৃহবধূকে চাপ সৃষ্টি করতে থাকেন। এনিয়ে শনিবার দুপুরে সালিশ বৈঠক বসার সিদ্ধান্ত হলে আজগর ও রিপনের নেতৃত্বে আট থেকে ১০ জন গৃহবধূকে মারধর করতে যান। এক পর্যায়ে ওই গ্রামের মেম্বর পদপ্রার্থী শিমুল গৃহবধূকে গাছের সঙ্গে বাঁধার নির্দেশ দেন। পরে তাকে গাছে বেঁধে মারধর করে মাথার চুল কেটে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।
গৃহবধূকে বাঁচাতে দ্বিতীয় স্বামীর ছেলে এগিয়ে গেলে তাকেও মারধর করেন রিপন ও আজগর। এক পর্যায়ে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গৃহবধূর ছেলেসহ আজগর ও রিপন আহত হন। পরে দু-পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বাংলানিউজকে বলেন, আহতদের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল জানান, মালঞ্চী গ্রামে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক নারীর চুল কেটে মারধর করা হয়েছে। তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মালঞ্চী গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
ইউজি/আরআইএস