ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে পড়ে ছিল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
কলাবাগানে পড়ে ছিল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দুই দিন পর মেহেদী হাসান শেখ (২৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর টেংরাখালী এলাকার কাওছার শেখের কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পুলিশ জানায়, মেহেদীর একটি হাত বাঁধা ছিল। এছাড়া তার গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মেহেদী চর টেংরাখালী এলাকার মনিরুজ্জামান শেখের একমাত্র ছেলে। টেংরাখালী বাজারে মোবাইল রিচার্জ ও  ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান ছিল তার।

মেহেদীর প্রতিবেশী জামাল শেখ বাংলানিউজকে বলেন, মেহেদীর দোকানের পাশেই আমার দোকান। শুক্রবার সন্ধ্যার দিকে দোকান থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতীরা মেহেদীকে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে দিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।