ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে আদিবা (২) ও আরিফা (২) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল ওই শিশুরা। একপর্যায়ে সবার অজান্তে তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ দুই শিশুকে পুকুরে ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একইসঙ্গে যমজ শিশুদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম বলেন, খবর পেয়ে হাসপতালে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করার পর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
আরএ