হবিগঞ্জ: ইয়াবা ট্যাবলেটসহ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ (৩৫) দুইজনকে আটক করেছে র্যাব। রোববার (৭ নভেম্বর) শায়েস্তাগঞ্জ রেল কলোনি থেকে তাদের আটক করা হয়।
মাসুদুর রহমান শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার লাল মিয়ার ছেলে। আটক অপরজন হলেন একই উপজেলার দক্ষিণ বড়চর এলাকার আব্দুল মালেকের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫)।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি র্যাব জানায়, রোববার দুপুরে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডর মোহাম্মদ নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল-নোমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাসুদুর ও উজ্জ্বলকে আটক এবং তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দ আলামতসহ দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
এমএমজেড