খুলনা: যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়ে খুলনায় চলছে বাস। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর রোববার রাতে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালসহ নগরীর বিভিন্ন কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে।
ধর্মঘটের পর রাস্তায় পরিবহন চলাচল শুরু হওয়ায় দূরে যাতায়াতের সুযোগ পেয়ে কিছুটা স্বস্তি পেলেও বাড়তি ভাড়ায় ক্ষিপ্ত যাত্রীরা। বেশি ভাড়া গুনতে হওয়ায় যাত্রীদের মধ্যে চাপা-ক্ষোভ রয়েছে।
নাসির উদ্দিন নামের এক যাত্রী বলেন, ধর্মঘট শেষ হয়েছে। তবে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
মহানগরীর রয়্যালের মোড়ের বিভিন্ন পরিবহনের কাউন্টারে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোনো ভাড়ার সঙ্গে ৫০-১০০ টাকা বাড়িয়েছেন তারা।
দিদার পরিবহনের বুকিং সহকারী ইলিয়াস হোসেন বলেন, পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার পর রোববার রাত থেকেই আমাদের পরিবহন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগে ভাড়া নিতাম যেখানে ৬৫০ সেখানে এখন ৭৫০ টাকা।
সেবা গ্রিন লাইনের বুকিং সহকারী লিয়াকত হোসেন বলেন, খুলনা থেকে ঢাকার টিকিট আগে ছিল ৬০০ টাকা এখন ৬৫০ টাকা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) ঘোষণা দিয়ে ডিজেলের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। বৃহস্পতিবার থেকে ডিজেলের বর্ধিত এই দাম কার্যকর হয়। এর প্রতিবাদে ডিজেলের দাম কমানো কিংবা ডিজেলের নতুন দামের সঙ্গে যাত্রী পরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকেই অঘোষিত ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক সমিতি।
বাস মালিকদের দাবির মুখে রোববার (৭নভেম্বর) সকালে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বাস মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। প্রায় সাত ঘণ্টার বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করে গণপরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা দেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ০৮ , ২০২১
এমআরএম/এসআইএস