ঢাকা: রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৮ নভেম্বর) এ বিষয়ে কথা হলে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, রোববার রাতে বিমানবন্দর-টঙ্গী ডাউন লাইনের মাঝামাঝি দক্ষিণখান কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুরাগ এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার দিকে ঢুকছিল। তখন এর নিচে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল হালকা সবুজ রঙের ফুল শার্ট ও নীল রঙের ফুল প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এজেডএস/এএটি