ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবি

সিরাজগঞ্জ: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার মূল পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল কবীর চৌধুরী শারুনকে গ্রেফতার ও বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ মানুষে কল্যাণে কাজ করে যাচ্ছে।

দেশের প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে বসুন্ধরা গ্রুপ। শুধু তাই নয় ক্রীড়াঙ্গনেও বসুন্ধরা গ্রুপের অবদান রয়েছে। দেশের শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে ধংস করার লক্ষ্যে শুধু ব্যক্তি স্বার্থে হুইপ শামসুল হক চৌধুরী ও তার পূত্র শারুন তাদের ভাড়াটিয়া যুবককে দিয়ে এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনা করে। ইতিমধ্যে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ নামে এক যুবককে পুলিশ আটক করেছে।  

সচেতন নাগরিক হিসেবে এ হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের গ্রেফতার দাবি করেন বক্তারা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন শুভেচ্ছা বাণিজ্যের পরিচালক সাইফুল ইসলাম, বন্ধন ট্রেডার্সের মালিক মতিয়ার রহমান, শুভেচ্ছা বাণিজ্যের শফিকুল ইসলাম, ভাই ভাই ট্রেডার্সের শিমুল ইসলাম, হক আয়রনের স্বত্বাধিকারি মোজাম্মেল হক, আসমা ট্রেডার্সের স্বত্বাধিকারি আমিনুল ইসলাম ও রাজু আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।