সিরাজগঞ্জ: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার মূল পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল কবীর চৌধুরী শারুনকে গ্রেফতার ও বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ মানুষে কল্যাণে কাজ করে যাচ্ছে।
সচেতন নাগরিক হিসেবে এ হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের গ্রেফতার দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শুভেচ্ছা বাণিজ্যের পরিচালক সাইফুল ইসলাম, বন্ধন ট্রেডার্সের মালিক মতিয়ার রহমান, শুভেচ্ছা বাণিজ্যের শফিকুল ইসলাম, ভাই ভাই ট্রেডার্সের শিমুল ইসলাম, হক আয়রনের স্বত্বাধিকারি মোজাম্মেল হক, আসমা ট্রেডার্সের স্বত্বাধিকারি আমিনুল ইসলাম ও রাজু আহমেদ।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্ক