ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা: জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পর লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে রোববার (০৭ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপন সোমবার (০৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনঃনির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ'র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীভাড়া পুনঃ নির্ধারণ করেছে।

ক. প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হলো।

খ. প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ. জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হলো।

পুনঃনির্ধারিত এই ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে।

গত ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যু, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর ভাড়া বৃদ্ধির দাবিতে ৫ নভেম্বর থেকে বাস-ট্রাক এবং ৬ নভেম্বর থেকে লঞ্চ মালিকরা ধর্মঘটের ডাক দেয়।

রোববার (৭ নভেম্বর) পৃথক সভায় বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি করার ফলে রাত থেকে গণপরিবহন চালু হয়। তবে পণ্য পরিবহনকারী ট্রাকের ধর্মঘট নিরসন হয়নি। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।