ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মঘট নিরসনে

ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের ধর্মঘট নিরসনে বৈঠকে বসছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সোমবার (০৮ নভেম্বর) রাত ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন বলেন জানান জনসংযোগ কর্মকর্তা অপু।  

 
সম্প্রতি ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যু, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর ভাড়া বৃদ্ধির দাবিতে ৫ নভেম্বর থেকে বাস-ট্রাক এবং ৬ নভেম্বর থেকে লঞ্চ মালিকরা ধর্মঘটের ডাক দেয়।

 
রোববার (৭ নভেম্বর) পৃথক সভায় বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি করার পর রাত থেকে গণপরিবহন চালু হয়। তবে পণ্য পরিবহনকারী ট্রাকের ধর্মঘট নিরসন হয়নি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না। তারা ধর্মঘট চালিয়ে যাবেন। তাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে।


বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ০৮ , ২০২১ 
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।