বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী রাসেল বলেন, বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করছি। পটিয়ার ছেলেকে দিয়ে ছদ্মবেশে এমডিকে হত্যার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। আমরা এর পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্রের ফাঁসি চাই।
মানববন্ধন শেষে একই দাবিতে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসকেবি