লক্ষ্মীপুর: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ বলেছেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাদের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এ সময় তিনি বলেন, ভালোবাসা দিয়ে, সন্মান দিয়ে মানুষের ভোট আদায় করে নিন। ভালোবাসা দেওয়া মানে মানুষের ভোটটি নেওয়া।
সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাইদ আল মাহমুদ বলেন, আওয়ামী লীগ জনগণের দল। সামরিক শাসন বা ক্যান্টনমেন্টে গড়ে ওঠা দল নয়। আওয়ামী লীগ জনগণের ঘাম এবং শ্রমের মাধ্যমে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন। জাতির পিতা সারাজীবন লড়াই সংগ্রাম করে জীবনের ১৪ বছরের অধিক সময় জেলে কাটিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে দাবি করে আমাদের প্রত্যেকের উচিত মানুষের সমস্যা নিয়ে কাজ করা। তাদের দুঃখ-কষ্টের ভাগিদার হওয়া।
তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু ভূল-ত্রুটি হবেই। মানুষের ভুল থাকবেই। কিন্তু আমাদের ভুল কাটিয়ে মানুষকে নিয়ে কাজ করতে হবে। ভুলের মধ্যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে ত্রুটির কিছু নেই।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ