খুলনা: খুলনায় একটি ভয়াবহ কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই গ্যাংয়ের ১২ জন কিশোর ও একজন কিশোরীকে আটক করেছে র্যাব।
সোমবার (০৮ নভেম্বর) মহানগরীর লবনচরাস্থ র্যাব সদর দপ্তরে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, সদর কোম্পানির অভিযানিক দল রোববার (০৭ নভেম্বর) মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭ নম্বর ঘাট ও নিরালা এলাকা থেকে একজন কিশোরী ও ১২ জন কিশোর অপরাধীকে আটক করেছেন। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। কিশোর অপরাধে জড়িত কিশোরদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর।
তিনি আরও জানান, আটক হওয়া কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বয়স বিবেচনা করে অপরাধ বিচার করবেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এমআরএম/এমআরএ