ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: উত্তরায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: উত্তরায় মানববন্ধন

ঢাকা: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন করা হয়েছে।  

সোমবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা জসিম উদ্দিনে সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।

মানববন্ধনে উপস্থিত উত্তরা এলাকার সাধারণ জনগণ বলেন, যে কোনো ধরনের হত্যাচেষ্টা বড় অপরাধ। আর দেশের একজন প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালানো খুবই নিন্দনীয় ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এহেন হত্যাচেষ্টার মতো অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত থাকা উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দা মো. পারভেজ বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি যুব সমাজের অহংকার। আমাদের আইকন। তাকে হত্যা করার জন্য একজন সংসদ সদস্য ও তারা ছেলে যে পরিকল্পনা করেছে তা নিন্দনীয় কাজ। আমরা উত্তরাবাসী এর নিন্দা জানাই। তাকে হত্যাচেষ্টার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িত অপরাধী ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত সাধারণ জনতা জানায়, যতক্ষণ পর্যন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়ে যাবো। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সায়েম সোবহান আনভীর দেশের যুব সমাজের আইকন। তার দ্বারাই দেশের যুবসমাজের উন্নতি সম্ভব।

বসুন্ধরা গ্রুপের মতো একটি বড় প্রতিষ্ঠানের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনা খুবই উদ্বেগজনক উল্লেখ করে উত্তরা পূর্ব থানা এলাকার বাসিন্দা মো. আরিফুর রহমান রুবেল বলেন, যে মানুষটি তার কোম্পানিতে ৭০ হাজারের বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন, সেই কোম্পানির এমডির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র শুরু করে তাদের কঠোর শাস্তির দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।