ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রং মিশিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
রং মিশিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসদাইর এলাকায় বিষাক্ত রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, বিষাক্ত রং ও কেমিক্যাল মিশিয়ে স্পেশাল ললি আইসক্রিম, পিউর লিচি আইসক্রিম, ম্যাংগোবার আইসক্রিম তৈরি এবং প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রির মূল্য লিপিবদ্ধ না থাকার অপরাধে বিসমিল্লাহ রাজ আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা ক্যাবের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।