ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইসিবি চত্বরে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইসিবি চত্বরে মানববন্ধন

ঢাকা: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর ইসিবি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোমবার (০৮ নভেম্বর) ওই মানববন্ধনে মানিকদি ও ক্যান্টনমেন্ট এলাকার জনগণ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ন্যক্কারজনক ঘটনার পরিকল্পনাকারী হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।  

তারা বলেন, জাতীয় পার্টি থেকে আসা সামশুল হক একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আমরা চাই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে আইনের আওতায় আনুক, যাতে করে এহেন কর্মকাণ্ড করার সুযোগ সামশুল না পায়। বসুন্ধরা গ্রুপের এমডি অল্পের জন্য বেঁচে যাওয়ায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই।  

মানববন্ধন বক্তারা আরও বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাই যারা হত্যা করতে চায়, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাবেক ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক রাসেল রানা, সাবেক সহ সম্পাদক ফয়সাল হোসেন, ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিনাদ ফেরদৌস, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৈয়দ জয়, সহসভাপতি মাহবুবুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক শিবলু, আহাদ, পারভেজ ও সাগর।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।