ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ১০০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ১০০ পরিবার

নাটোর: নাটোরে ‘৩৩৩’ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তার আবেদন জানিয়েছিলেন করোনা মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

সোমবার (০৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আবেদনকারী ওইসব পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে প্রত্যেক প্যাকেটে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি লবন, আধা কেজি মসুরের ডাল এবং এক লিটার সয়াবিন তেল।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং উপজেলা কৃষি অফিসার মো. মেহেদুল ইসলাম প্রমুখ।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন বাংলানিউজকে বলেন, জনবান্ধব সরকার সব সময় দেশের সাধারণ মানুষের পাশে আছে। তাদের প্রয়োজন তথা সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করছি আমরা। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে আজ খাদ্য সহায়তা দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮,২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।