ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বগুড়ায় বাসের ধাক্কায় নারী নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় শামসুন্নাহার (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (০৮ নভেম্বর) সকালে দিকে উপজেলার শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বগুড়া শাজাহনপুর উপজেলার রানীরহাট এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিকে উপজেলার রানীরহাট এলাকা থেকে নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে শাকপালা শরিফ সিএনজি পাম্প এলাকায় আসেন শামসুন্নাহার। সেখানে রাস্তা পারাপারের সময় নাটোর থেকে রংপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, মরদেহটি শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেইউএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।