ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বরিশাল: বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার দুই নম্বর লতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য (মেম্বার) মো. তাজুল ইসলাম।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন একই ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) আলী হোসেন বিশ্বাস, হেনা বেগম, কাজী আলমগীর, স্বপন চৌধুরী ।

সোমবার (৮  নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লতা ইউনিয়ন
পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে ইউপি সদস্য তাজুল ইসলাম চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের বিরুদ্ধে সরকারি নিয়মানুযায়ী জন্মনিবন্ধনের সরকারি ফির বেশি টাকা আদায়, ইউপি সদস্যদের (মেম্বার) সম্মানী ভাতা না দিয়ে বাজেট মিটিংয়ে পরিশোধ দেখানো, মহামারি করোনাকালীন বরাদ্দের চাল ও নগদ অর্থ বিতরণে অনিয়ম, জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে প্রাপ্ত ত্রাণ সহায়তা নিজের লোকজনকে দেওয়া, ভিজিএফ চালের কার্ড প্রতি অর্থ আদায়, একই পরিবারে একাধিক কার্ড বিতরণ করা, দুই বছর মেয়াদী ভিজিডি’র কার্ড এবং বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতার টাকা হাতিয়ে নেওয়া, এলজি এসপির বরাদ্দের টাকা খরচে অনিয়ম, নন ওয়েজ প্রকল্পের টাকা না জানিয়ে ব্যয় করাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।

তিনি বলেন, এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে আমি গত ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গত ১৭ আগস্ট জেলা প্রশাসক কাছে লিখিত অভিযোগ দায়ের করি। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।

এ বিষয়ে লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল বলেন, সামনে নির্বাচন। তাই একটি পক্ষ মিলিত হয়ে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা করছে। আর আমি যদি দুর্নীতি করি তাহলে ইউপি সদস্যরাও তো তাতে জড়িত থাকবেন। আমি নিশ্চিত করে বলতে পারি এগুলো সবই ষড়যন্ত্র।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।