ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে সেকেন্দার আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

সেকেন্দার ওই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বাংলানিউজকে জানান, কিছুদিন পরেই আমন ধান কেটে ঘরে তুলবেন চাষিরা। রাতে শিয়ালের বিচরণে জমির ধান নষ্ট হচ্ছিল। তাই প্রতিবেশী মোজা মিয়ার ছেলে সাজাদুল ও শাহ আলমের ছেলে শাওন রাতে তাদের জমিতে শিয়াল মারার ফাঁদ পেতে রাখেন। সকালে সেকেন্দার আলী তার জমিতে যাওয়ার পথে সেই ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ৮ নভেম্বর, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।