মানিকগঞ্জ: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টা করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আহ্বান জানাবো এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। দোষী ব্যক্তিকে আইনের আওতায় না আনলে, ভালো কোন কাজে আর কেউ এগিয়ে আসবে না।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবর রহমান জনি বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে বিভিন্ন সময়ে হত্যার চেষ্টা চালিয়েছেন এই হুইপ পুত্র। জুমার নামাজের দিন তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন। একজন কাফের বেঈমান না হলে শুক্রবারের মতো এই দিনে কি কেউ হত্যা করার পরিকল্পনা করতে পারে আর এখান থেকে আমাদের বুঝতে হবে কতোটা খারাপ চরিত্রের ছেলে এই শারুন চৌধুরী। আমরা মানিকগঞ্জবাসী চাই শারুন চৌধুরীর দৃষ্টান্তমূলক বিচার হোক।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনটি