পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ইব্রাহিম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু বকুল হোসেন (২০) ও ইমন হোসেন (১৯)।
সোমবার (৮ নভেম্বর) ভোরে ওই উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুরের নতুনহাট গোলচত্বরে এ ঘটনা ঘটে।
ইব্রাহিম যশোরের শার্শা উপজেলার উলাসি বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে যশোরের শার্শা থেকে দিনাজপুর স্বপ্নপুরীতে বেড়াতে গিয়েছিল তিন বন্ধু। বেড়ানো শেষে ভোরে বাড়ি ফিরছিল তারা। ঘটানাস্থলে আসলে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইব্রাহিম মারা যায়। তার দুই বন্ধু আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে উদ্ধারকর্মীরা দু’জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি আরও বলেন, ইব্রাহিমের স্বজনদের খবর পাঠানো হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৮ নভেম্বর ২০২১
জেডএ