নাটোর: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
আমরা নাটোরবাসী নামে ঐতিহ্যবাহী নাগরিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের আহ্বায়ক ওয়াকিল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, গণমাধ্যমকর্মী মামুনুর রশীদ, রাসেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মৌমির সুলতান, আব্দুস সবুর, মিলন হোসেন, ফিরোজ কবির রেন্টু, নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবক শাহ নেওয়াজ সালাম নয়ন, খন্দকার তানভীর আহম্মেদ, সাব্বির আহম্মেদ চপলসহ অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে। বসুন্ধরার উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল দেশের শীর্ষস্থানীয় এ শিল্প পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিষ্ঠানের এমডি দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমাজসেবায় ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন। এছাড়া বসুন্ধরা গ্রুপ দেশের শীর্ষস্থানীয় একটি শিল্পগোষ্ঠী, যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। আর এ কারণেই তাদের সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে। সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতার করতে হবে।
বক্তারা আরো দাবি করেন, নাটোর জেলার অনেক শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে বসুন্ধরা গ্রুপে চাকরি দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের এমডি। করোনাকালে নাটোর জেলার সাতটি উপজেলার কর্মহীন বিপুল সংখ্যক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। গণমাধ্যম কর্মীদের দিয়েছেন চিকিৎসা সহায়তা। মানবিক মানুষ বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের আইনের আওতায় না আনলে নাটোর থেকে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসআই