ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পায়ুপথে ইয়াবা পাচার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
পায়ুপথে ইয়াবা পাচার, আটক ২ ...

জামালপুর: জামালপুরে ইয়াবা ব্যবসায়ীর পায়ুপথ থেকে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুই ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়।

সোমবার (৮ নভেম্বর) র‍্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- বান্দরবনের লামা উপজেলার ভূলা হাজরা গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে মো. আনোয়ার সাদেক (১৮) ও কক্সবাজারের ঈদগাহ উপজেলার ভাদিতলা কলেজ গেট এলাকার মো. নাসির আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

র‍্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, আটক আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার গহেরপাড়ায় এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় সাদেক ও রিয়াজকে আটক করে জামালপুর জেনারেল হাসপাতালে সাদেককে শারীরিক পরীক্ষা করানো হলে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে রাতেই জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।