নীলফামারী: নীলফামারীর ডিমলায় গণধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে (২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
সোমবার (৮ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
আমিন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ সোনাকুড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, ডিমলায় ১৩বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় পলাতক ছিল আমিন। মামলার পর পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারের পর আমিনকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেডএ