জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাম চন্দ্রপুর গ্রামে পরকীয়ার জেরে হাসান পলাশ (২৩) হত্যাকাণ্ডের মামলায় তার স্ত্রী সনি খাতুন (২৩) ও প্রেমিক রনিকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশের স্ত্রী সনি নওগাঁর বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের বাসিন্দা শফিউর রহমানের মেয়ে এবং রনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা বাবলু মন্ডলের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ রাত ১১টার দিকে সনি তার স্বামীকে কৌশলে পানির সঙ্গে ঘুমের ট্যাবলেট খাওয়ায়। এরপর রনি ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে পলাশের মৃত্যু নিশ্চিত করে বাড়ির পাশের পুকুরে মরদেহ ফেলে দেয়।
এ ঘটনায় পলাশের বাবা আবু বক্কর সিদ্দিক দুই জনকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তৎকালীন পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন ওই বছরের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।
পরে আসামিরা জামিনে থাকলেও সোমবার দুপুরে স্বশরীরে আদালতে হাজির হলে বিচারক নূর ইসলাম আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা ও জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল জানান, মামলার পর আদালতে ১৬৪ ধারায় পলাশের স্ত্রী সনি জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিলেন। সেই সঙ্গে ১১ জন স্বাক্ষীর জবানবন্দিও নেয় আদালত।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেএআর