সুনামগঞ্জ: সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাহবুব (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন মাহবুব। এ অবস্থায় মাহবুবকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসআই