ঢাকা: ভারতের ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রয়াত কূটনৈতিক সৈয়দ মোয়াজ্জেম আলী।
সোমবার (৮ নভেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সৈয়দ মোয়াজ্জেম আলীর স্ত্রী তোহফা জামান আলী।
ভারত সরকার চলতি বছর ২৬ জানুয়ারি রাষ্ট্রীয় পুরস্কার ঘোষণা করে। সে সময় সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কার প্রবর্তিত হয়। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
টিআর/কেএআর