কুমিল্লা: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার ব্যবসায়ী নেতারা।
কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি জামাল আহমেদ বলেন, বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা নিন্দনীয়।
কুমিল্লার রাণী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব মেহেদী জানান, বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার সুষ্ঠু তদন্ত হোক। যে দোষী তার সাজা হোক। দেশের যেকোনো প্রান্তে যেকোনো ব্যবসায়ীর ওপর হামলা-নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। ব্যবসায়ীদের একজন প্রতিনিধি হিসেবে আমি চাইবো, কোনো ব্যবসায়ী যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। কাউকে ষড়যন্ত্রমূলক হত্যাচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
জানা যায়, বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা করা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম সাদ জানিয়েছেন, হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে তিনি সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা করেছেন।
বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ