বরিশাল: বরিশালে ২১২ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ৫ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে মঞ্জুরিকৃত এ চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশালের আয়োজনে চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি ২১২ জন দুস্থ-অসহায় মানুষের মধ্যে ৫ লাখ ৭২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএস/এমআরএ