ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রেলপথ ব্লক করে মেরামত, আটকে গেল সুরমা মেইল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
রেলপথ ব্লক করে মেরামত, আটকে গেল সুরমা মেইল প্রতীকী ছবি।

সিলেট: গন্তব্য সিলেট রেলওয়ে স্টেশন। কিন্তু তার আগে মাঝপথেই আটকে গেল সুরমা এক্সপ্রেসের মেইল ট্রেন।

এতে দুর্ভোগে পড়েছেন শতাধিক যাত্রী।

মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সিলেটের মাইজগাঁও এবং মোগলাবাজার স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছায়। এ সময় রেলপথ ব্লক করে মেরামত কাজ করছিলেন শ্রমিকরা। ফলে ট্রেনটি হাজিগঞ্জ এলাকায় আটকে যায়। এতে আটকা পড়েন ওই ট্রেনের শতাধিক যাত্রীও। মালামাল নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। অনেকে বিরক্ত হয়ে ওখান থেকেই সড়কপথে গন্তব্যে রওয়ানা দেন।

যাত্রীদের অভিযোগ, রেলপথ ব্লক করে শ্রমিকরা কাজ করলেও আগের স্টেশনের কর্মকর্তারা বিষয়টি জানতেন না। এ কারণে ট্রেন আটকে গেছে। এছাড়া ওই স্থানে ট্রেন থামলেও বিকল্পভাবে যাতায়াতের সুযোগ ছিল না। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। তবে পরে মালামাল বহন করে অনেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে এসে পৌঁছান। সেখান থেকে সড়কপথে গন্তব্যে যেতে হয় তাদের।

রেল সূত্র জানায়, স্লিপার ভেঙে যাওয়ায় লাল নিশানা টাঙিয়ে মেরামত কাজ চালু রেখেছিলেন রেলওয়ে প্রকৌশল বিভাগের শ্রমিকরা।  

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সিলেট-ঢাকা রুটে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস বন্ধ থাকে। সকালে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর কালনী, পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর রেলপথ ব্লক করে মেরামত কাজ শুরু করা হয়। এ কারণে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এনইউ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।