ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি শ্রমিকদের জন্য দুয়ার খুলল দ.কোরিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বাংলাদেশি শ্রমিকদের জন্য দুয়ার খুলল দ.কোরিয়া ইমরান আহমেদ ও লি জাং গুন

ঢাকা: কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ২০২০ সালের জুন থেকে স্থগিত থাকা বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জন্য দক্ষিণ কোরিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং গুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান।

মঙ্গলবার ( ৯ নভেম্বর) ঢাকার কোরিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান। কোরিয়ায় যাওয়া বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ কেইস পাওয়া গেছে। সে জন্য যারা তাদের ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং পরে সম্পূর্ণ টিকাদানসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেও অনুরোধ করেন রাষ্ট্রদূত।

ইমরান আহমেদ কোরিয়ান সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কোরিয়ায় প্রবেশের সুষ্ঠু ও সফলভাবে পারিচালনা করার জন্য কোরিয়ান কর্তৃপক্ষেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।  

কোরিয়ান সরকার ২০০৮ সাল থেকে অ্যামপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) এর আওতায় বাংলাদেশ সহ ১৬টি দেশের বিদেশি প্রবাসী শ্রমিকদের নিয়োগ দিয়েছে। প্রতি বছর দুই থেকে তিন হাজারের মতো বাংলাদেশি শ্রমিক এই কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছে। বর্তমানে এই ব্যবস্থার অধীনে কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৭ হাজার ৫০০ যা মহামারির আগে ছিল ১০ হাজারেরও বেশি।  

২০২০-২১ অর্থবছরে কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের পরিমাণ সর্বোচ্চ রেকর্ড গড়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯ , ২০২১ 
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।