ঢাকা: সিরাজগঞ্জ বিআরটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার জন্য ঘুষ দাবি ও গ্রাহককে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (০৯ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিরাজগঞ্জ বিআরটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল নম্বর প্লেটের জন্য ঘুষ দাবি ও গ্রাহককে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপসহকারী পরিচালক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদক টিম সরেজমিনে বিআরটিএ কার্যালয় পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগ শুনেন। এ সময় টিম বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের প্রাথমিক প্রমাণ পায়। দুদক টিম এসবি অফিস থেকে ১৭-১৮ জনের নামের একটি তালিকা সংগ্রহ করে এবং কয়েক জনের সঙ্গে ফোনে কথা বলে তাদের বক্তব্য নেন। এনফোর্সমেন্ট টিম সিরাজগঞ্জ বিআরটিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে দালালদের দৌরাত্ম্য বন্ধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানায়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক ওই দপ্তরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়ে কমিশনকে জানানোর জন্য ৫টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট চিঠি পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসএমএকে/এমআরএ