ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোটের দিন কেন্দ্রে ৫০০ লোক রাখতে বললেন মেয়র

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
ভোটের দিন কেন্দ্রে ৫০০ লোক রাখতে বললেন মেয়র

সাভার (ঢাকা): দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিনে ঢাকার ধামরাইয়ে একটি ইউনিয়নে কেন্দ্রে ৫০০ লোক রাখতে বলেছেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি।

তার এক কাউন্সিলরকে এই বিপুল সংখ্যক লোক নিয়ে কেন্দ্রে থাকতে বলায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

এদিকে বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন সেই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থক এবং সাধারণ ভোটাররা।  

মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে এমন একটি বক্তব্যের ফুটেজ এসেছে প্রতিবেদকের কাছে।  

এর আগে সোমবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় কুল্লা ইউনিয়ন মামুরা গ্রামের তিন রাস্তার মোড়ে একটি প্রচারণা সভা হয়। সেখানেই ভিডিও ফুটেজটি ধারণ করা হয়।  

সেই সভার ভিডিওতে দেখা যাচ্ছে, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী কালীপদ সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়েছেন পার্শ্ববর্তী সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি ও তার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আলী।  

এসময় মেয়র গণি বলেন, অনেকে আওয়ামী লীগ করে। আবার অনেকে আওয়ামী লীগ করে দলের সঙ্গে বেইমানীও করে। এই সমস্ত বেইমানদের স্থান কোথায় হবে তা বুঝতে পারবেন নির্বাচনের পরে। যারা এতোদিন এই ১৫ বছর সুযোগ নিয়েছে আর এখন বেইমানী করছে, তাদের চরম মূল্য দিতে হবে। আমি কুল্লায় ঘুরছি, দেখছি কে কি করছে। আমি আমার পৌরসভা থেকে এই এলাকায় কিছু লোক সেটিং করছি। যাদের প্রতি সন্দেহ আছে, তাদের এক্টিভিটি দেখছি। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভোটের দিন সবাই কেন্দ্রে আসবেন। ভোট দেবেন। পৌরসভা থেকে রমজানের (১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সাভার) নেতৃত্বে ৫০০ লোক থাকবে, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওকে দায়িত্ব দিয়েছি। সঙ্গে সঙ্গে কাউন্সিলে রমজান আলীকে উঠে দাঁড়িয়ে মেয়রের কথায় সমর্থন দিতে দেখা গেছে।  

বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন কুল্লা ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুতফর রহমান৷ 

তিনি বাংলানিউজকে বলেন, এই বক্তব্যটি উস্কানিমূলক। মানুষকে ভয়-ভিতি দেখানো হচ্ছে। আমাদের পুলিশ ও প্রশাসন আছে তারাই দেখবেন বিষয়টি। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক। একটা কেন্দ্রে যদি ৫০০ লোক বাইরে থেকে আসে তাহলে সেই কেন্দ্রে অবস্থা কি হবে? চিন্তা করা যায়? মানুষতো ভোটই দিতে যাবে না। এ বিষয়ে আমি নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের কাছে অভিযোগ দেব।  

তবে লোক নিয়ে কেন্দ্রে যাওয়ার বিষয়ে বক্তব্য অস্বীকার করে সাভার পৌসভার মেয়র হাজী আব্দুল গণি বলেন, আমি এমন বক্তব্য কখন দিলাম। আর এমন কথা কেন বলবো। তবে ভিডিওতে স্পষ্ট রয়েছে তিনি ৫০০ লোক নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন।  

এ বিষয়ে জানতে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আলীকে কয়েকবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হুসাইন খান বাংলানিউজকে বলেন, এভাবে কেউ নির্বাচনে থাকতে পারে না। এ বিষয়ে যদি অভিযোগ পাই বা এমন কেউ আসে প্রমাণ পাই। তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।