ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তেল পাচার রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
তেল পাচার রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি

বেনাপোল (যশোর): সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে ডিজেল-কেরোসিন পাচার রোধে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে বেনপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে তেল পাচার রোধে তদারকি করতে দেখা যায় বিজিবি সদস্যদের।

বিজিবি- ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহাবুব জানান, ভারতে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত নজরদারি বাড়াতে হেডকোয়ার্টার থেকে তাদের নির্দেশনা দেয়া হয়েছে। যার ফলে গত ২৯ অক্টোবর থেকে রপ্তানির পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে ও নোট করে রাখা হচ্ছে। পরবর্তীতে সেসব ট্রাক ভারতে ফিরে যাওয়ার সময় আবারও  স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে। আর পূর্বের নোট করে রাখা তেলের পরিমাণ মেলানো হচ্ছে। যদি কোন ট্রাক ভারতে ফিরে যাওয়ার সময় পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যদিও গত ১২ দিনে ভারতে ফেরার সময় কোনো ট্রাকে জ্বালানি তেল বেশি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।