ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লেডি বাইকারকে খুঁজছে পুলিশ, মাদকসহ গ্রেফতার প্রেমিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
লেডি বাইকারকে খুঁজছে পুলিশ, মাদকসহ গ্রেফতার প্রেমিক

সিলেট: সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায়কে খুঁজছে পুলিশ।

প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের ঘটনায় রিয়া ও তার প্রেমিক আরমান সামির বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ সামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতার সামি সিলেটের মিরাপাড়ার শামসুল ইসলামের ছেলে। আর রিয়া কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার রামু রায়ের মেয়ে।

পুলিশ সূত্র জানায়, বিলাসী জীবনযাপনের পাশাপাশি সামি ও রিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার দিন সামি তার প্রেমিকাকে বাঁচাতে পুলিশের সিগন্যাল না মেনে কিছুটা দূরে গিয়ে প্রাইভেটকার থামায়। ফলে পুলিশ গাড়ির কাছে যাওয়ার আগেই রিয়া পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৮ নভেম্বর) মামলা দায়েরের পর থেকে লেডি বাইকার রিয়া পলাতক রয়েছেন বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।

ওসি বলেন, রিয়া তার প্রেমিক সামিকে নিয়ে বিমানবন্দর এলাকায় গিয়েছিলেন। সেখানে নীল রঙের একটি প্রাইভেটকার নিয়ে এদিক-সেদিক ঘোরার সময় পুলিশের সন্দেহ হলে তাদের সিগন্যাল দেওয়া হয়। এ সময় তারা সিগন্যাল না মেনে দূরে গিয়ে গাড়ি থামান। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান। পরে গাড়ি তল্লাশি করে পানির বোতলে রাখা ৫০০ মিলিগ্রাম মদ, ১০ পিস ইয়াবা ও দুই পুরিয়া গাঁজা পাওয়া যায়।

গ্রেফতার সামি এ সময় পুলিশকে জানায়, গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়া তরুণীই তার প্রেমিকা রিয়া।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।