বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় বিকাশ হালদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কাটাখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলআরোহী বিকাশকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন, মাথায় আঘাত লাগার কারণে বিকাশের মৃত্যু হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, দ্রুত গতির একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু।
তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্তে কাজ করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরআইএস