ঢাকা: শিক্ষকদের আন্দোলনের মুখে রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে তিনি জেলা প্রশাসকের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০১৪ সালের ২৬ নভেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করছেন উল্লেখ করে এতে বলা হয়, দীর্ঘদিন আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি। মঙ্গলবার ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় এবং সজ্ঞানে আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি। এই পদত্যাগপত্র গ্রহণ করে আমার পূর্ববর্তী পদে পদায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত নিবেদন করছি।
বিভিন্ন কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে দিনভর আন্দোলন করেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। পরে রাতে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এমআইএইচ/এএটি