ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় তানিয়া আক্তার ফারজানা (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মৃত ফারজানার স্বামী আরিফ হোসেনের দাবি, ছুটির দিনেও তিনি বাসার বাইরে থাকার কারণে তার স্ত্রী অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফারজানাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ফারজানা পটুয়াখালী জেলার শের গাজীর সন্তান। তার স্বামী আরিফের সঙ্গে বাড্ডার বড়টেক এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।
আরিফ হোসেন জানান, বাড্ডার ময়নারটেক এলাকায় তারা পাশাপাশি ভাড়া থাকতো। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক হয়। পরে দুই পক্ষের সম্মতিক্রমে গত আড়াই বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। আরিফ হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আজকে তার ছুটি ছিল। সকালে একটু বাসার বাইরে গিয়ে আবার দুপুরের আগে ফিরে আসেন। তখন তার স্ত্রী ফারজানা তাকে বলেন ‘তুমি আমাকে কোন সময় দাও না। খালি বাইরে বাইরে থাকো। ছুটির দিনও তুমি বাইরে থাকো’। সারা দিন বাসায় থাকার পরে রাতের বেলায় একটু বাইরে যান আরিফ। কিছুক্ষণ মধ্যেই বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। পরে জানালা দিয়ে তিনি দেখতে পান জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী ফারজানা ঝুলে আছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আরিফ হোসেন পুলিশ হেফাজতে আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এজেডএস/এএটি