ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জে ৩ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
মোহনগঞ্জে ৩ মাদকবিক্রেতা আটক

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তিন মাদকবিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।  

আটকরা হলেন- উপজেলার তেথুলিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত আ. কাদিরের ছেলে নয়ন মিয়া (৫০), দুলাল মিয়ার ছেলে সেলিম (৩৫) ও মৃত মিরাজ আলীর ছেলে শামীম মিয়া (৫২)।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার তেথুলিয়া ইউনিয়নে ঝিমটি ব্রিজ সংলগ্ন মরা নদী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, বুধবার (১০ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার তেথুলিয়া ইউনিয়নের ঝিমটি ব্রিজ সংলগ্ন মরা নদী দিয়ে একটি মাদকের চালান মোহনগঞ্জে যাবে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা বোরকা পরে এয়াকুব স্বামী সেজে, মোখলেছুর রহমান ও আইনুল কৃষক সেজে উৎ পেতে থাকেন। তখন উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন ঝিমটি বাজারে পোষাকে টহলরত ছিলেন। দুপুর দেড়টার দিকে তিনজনের গতিরোধ করে দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। প্রতিজনের কাছে ১০০ পিস করে ইয়াবা ছিল।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।