গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে ছাবিনা ইয়াসমিন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে সাংসারিক কাজ করছিলেন সাবিনা। এ সময় আঙিনায় থাকা সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে তিনি গর্তে পড়ে যান। পরিবারের সদস্যরা রশি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সাবিনার মরদেহ উদ্ধার করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রউফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস